সূচি পরিবর্তন না হলে এশিয়া কাপ খেলবে না ভারত!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৮, ১৭:৫০

এশিয়া কাপের সূচি নিয়ে বিরক্ত ভারত! ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হবে ভারতের। আর ১৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে হবে বিরাটদের। প্রতিপক্ষ যোগ্যতা অর্জনকারী দল। তার ঠিক পরের দিনই অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। মাঝে কোনো বিশ্রাম নেই। পরপর দু’‌দিন খেলতে হবে দুটো ৫০ ওভারের ম্যাচ।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এরকম বিমাতৃসুলভ আচরণ মেনে নিতে পারছেন না দেশের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। সূচি নিয়ে ভীষণ অখুশি শেবাগ বলেছেন, ‘‌এশিয়া কাপের সূচি দেখে ভীষণ বিরক্ত হয়েছি। এখনকার দিনে পরপর দু’‌দিন ৫০ ওভারের ম্যাচ খেলা যায় না। এটা অমানবিক। ইংল্যান্ডে টি টোয়েন্টি ম্যাচের আগেও দু’‌দিন বিশ্রাম ছিল। আর দুবাইয়ের প্রচণ্ড গরমে পরপর ম্যাচ। সূচিটা মোটেও ঠিক হয়নি।’‌

এরপরই আক্রমণাত্মক শেবাগ বলে দিয়েছেন, ‘‌এশিয়া কাপ নিয়ে কান্নাকাটির কিছু নেই। টুর্নামেন্টটা খেলার দরকারই নেই। তার চেয়ে হোম ও অ্যাওয়ে সিরিজের জন্য দল প্রস্তুতি নিলে ভাল হবে।’‌ ক্ষিপ্ত শেবাগ বলে দিয়েছেন, ‘‌পাকিস্তানকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এশিয়া কাপের সূচি এরকম করা হয়েছে। ভারতীয় দল ইংল্যান্ড সফরের পর ক্লান্ত থাকবে। অপরদিকে পাকিস্তান তরতাজা হয়ে নামবে। আমি তো বলব বিসিসিআই এখানে হস্তক্ষেপ করুক। সূচি বদল না হলে এশিয়া কাপ খেলার দরকারই নেই ভারতের।’‌

(ঢাকাটাইমস/২৬জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :