নেত্রকোণায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশ | ২৬ জুলাই ২০১৮, ১৯:২৬

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণায়জমি সংক্রান্ত ও পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার নাম আব্দুল আজিজ।

বৃহস্পতিবার দুপুরে আসাসির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচার কেএম রাশেদুজ্জামান রাজা’র আদালত।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজ সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বাসিন্দা।

আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, ২০১১ সালে ১১ই আগস্ট নেত্রকোণার সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন পরিষদের সামনে মুহাম্মাদ হোসেন বসে চা পান করছিলেন। এ সময় আসামি আব্দুল আজিজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর নিহতের ছেলে মতি মিয়া বাদী হয়ে ওইদিন রাতে নেত্রকোণা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলাটি তদন্ত শেষে একই বছরের ২রা ডিসেম্বর তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।  

আদালত ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আব্দুল আজিজকে মৃত্যুদণ্ড ও নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। এ সময় আব্দুল গণি ও আব্দুর রশিদ এর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/ ইএস