রূপগঞ্জ থেকে অপহৃত শিশু শেরপুরে উদ্ধার

প্রকাশ | ২৬ জুলাই ২০১৮, ১৯:২৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত এক শিশুকে শেরপুর থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। তার নাম জিহান। এসময় আটক করা হয়েছে চারজনকে।

বৃহস্পতিবার সকালে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। এর আগে গত সোমবার বিকেলে দেড় বছরের শিশু জিহানকে অপহরণের পর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ধনকুবরা এলাকার ফারুক মিয়ার ছেলে খলিল মিয়া, বরিশাল জেলার সদর থানার বিশারদ এলাকার লতিফ হাওলাদারের ছেলে সোহেল, শেরপুর সদর থানার হেলাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ও তার স্ত্রী সুমি বেগম।

পুলিশ জানায়, অপহরণের ঘটনায় জিহানের বাবা জাকির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জিহানের বাবার অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, জাকির হোসেন উপজেলার বরপা বাগান বাড়ি এলাকায় দীর্ঘ দিন ধরে শরীফের বাড়িতে বসবাস করে আসছে। অপহরণকারী খলিল মিয়া গত ৭ মাস আগে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। কয়েকদিন আগে খলিল মিয়া বরপা বাগান বাড়ি এলাকার তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। গত সোমবার বিকেলে অপহরণকারী খলিলসহ তার সহযোগীরা শিশু জিহানকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও জিহানের কোনো সন্ধান পায়নি। পরে অপহরণকারীরা পরিবারের লোকদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে জিহানকে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করেন। জিহানের বাবা জাকির হোসেনের অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা হয়।

পরে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধার নেতৃত্বে একটি দল হবিগঞ্জ, সিলেট ও শেরপুরে ৮২ ঘণ্টার অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সকালে হত্যার করার প্রস্তুতির সময় শেরপুর থেকে জিহানকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারী চারজনকে আটক করা হয়।

ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/ইএস