শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. রফিক উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৮, ১৯:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন ২০১৮ এর ১০(১) ধারা মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. রফিক উল্লাহ খানকে এ নিয়োগ দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৪ বছরের জন্য শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ড. রফিক উল্লাহ খান। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এর আগেই উপাচার্যের নিয়োগ বাতিল করতে পারবেন। এছাড়া বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা পাবেন তিনি।

প্রজ্ঞাপনে উপাচার্য ড. রফিক উল্লাহ খানকে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানের আদেশও দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৬জুলাই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :