রাঙামাটি জেলা পরিষদের ৭০ কোটি টাকার বাজেট

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৮, ২০:৩৭

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ বাজেট ঘোষণা করেন। বাজেটের ৬৭ কোটি টাকা সরকার হতে উন্নয়ন এবং বাকি ৩ কোটি টাকা পরিষদের নিজস্ব খাত হতে প্রাপ্তির আশা করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটের ১৫টি খাতে এ ৭০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

খাতগুলোর মধ্যে শিক্ষা তথ্য প্রযুক্তি খাতে ১১ কোটি ৭০ লাখ, যোগযোগ অবকাঠামোতে ১৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার, ধর্মে ৫ কোটি ৮৫ লাখ, সমাজ কল্যাণ আর্থ সামাজিক ও নারী উন্নয়নে ৫ কোটি ২৬ লাখ ৫০ হাজার, পূর্ত (গৃহ অবকাঠামো নির্মাণ) ৭ কোটি ২ লাখ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও সুপেয় পানি ৪ কোটি ৬৮ লাখ, কৃষি মৎস্য প্রাণী সম্পদ ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার, জলবায়ু পরিবর্তন পরিবেশ ১ কোটি ১৭ লাখ, ক্রীড়া সংস্কৃতি ৫৮ লাখ ৫০ হাজার, পর্যটন ১ কোটি ১৭ লাখ, ত্রাণ ও পুনর্বাসন ১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার, ভূমি ও হাটবাজার ৫৮ লাখ ৫০ হাজার, শিশু উন্নয়ন ৫৮ লাখ ৫০ হাজার, সংস্থাপন ব্যায় ১১ কোটি ৫০ লাখ, বিবিধ (পরিষদের আয়বর্ধক প্রকল্প) খাতে ব্যয় ধরা হয়েছে ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুছা মাতব্বর, রেমলেয়ানা পাংখোয়া, সান্তনা চাকমা, জেলা সিভিল সার্জন শহীদ তালুকদার, পরিষদের মূখ্য নির্বাহী সাদেক আহমদ, জনসংযোগ কমর্কতা অরুনেন্দু ত্রিপুরা।

ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :