রোনালদোর দুই বছরের জেল সঙ্গে জরিমানা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১০:৪৮ | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ০৮:৩৭

কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী প্রমানিত হয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। যার কারণে শাস্তি হিসেবে তাকে দুই বছরের জেল দেওয়া হয়েছে, সঙ্গে ১ কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

পাঁচবারের বর্ষসেরা এই তারকার বিরুদ্ধে গত বছর বড় ধরনের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেবার স্পেনের সরকারি কৌসুলিরা তার বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ করেন। কিন্তু গত বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদের আদালতে সেই দায় অস্বীকার করেছিলেন বর্তমান জুভেন্টাস তারকা। পরে আবার একটি সংবাদ মাধ্যম জানিয়েছিল রোনালদো নাকি সেই অভিযোগ মেনে নিয়ে সমঝোতায় পৌঁছেছেন।

কিন্তু বৃহস্পতিবার স্প্যানিশ কর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায় চারটি কর ফাঁকির মামলায় দোষী প্রমাণিত হয়েছেন রোনালদো। যার কারণেই তাকে এমন শাস্তি দেওয়া হয়।

এখন এই ১ কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা দিলেই মুক্তি পাবেন পর্তুগিজ তারকা রোনালদো। জরিমানা পুরো শোধ করলে জেলের শাস্তি থেকেও পরিত্রাণ পাবেন এই সুপারস্টার।

(ঢাকাটাইমস/২৭ জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :