হাজারতম টেস্টে ইংলিশ দলে নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ১১:০০

আগামী ১ আগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যেকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এজবাস্টনে এই ম্যাচের মধ্যে ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০০ টেস্ট খেলার মর্যাদা অর্জন করবে ইংল্যান্ড। আর এই ম্যাচে ইংলিশ দলে জায়গা পেয়েছেন নতুন মুখ পেসার জেমি পোর্টার।

এছাড়াও ইংলিশদের ১৩ সদস্যের দলে ফিরেছেন লেগ স্পিনার আদিল রশিদ। দলের সঙ্গে যুক্ত হয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মইন আলি। কিন্তু আদিল রশিদের ফেরাটাই বড় চমক। কেননা গতবছর ইয়র্কশায়ারের সঙ্গে সীমিত ওভারের চুক্তির পর আর সাদা পোশাকে মাঠে নামেননি এই স্পিনার।

দলে সঙ্গে যুক্ত হয়ে আদিল রশিদ জানান,‘নিজের সেরাটা দিয়েই দলের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন তিনি।’

উল্লেখ্য, এখন পর্যন্ত ৯৯৯টি টেস্ট খেলা ইংল্যান্ড জয় পেয়েছে ৩৫৭টিতে। ড্র করেছে ৩৪৫টি ম্যাচ আর বাকি ২৯৭টি ম্যাচে হারতে হয়েছে।

টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালেস্টার কুক, স্যাম কারান, কিটন জেনিংস, দাভিদ মালান, জেমি পোর্টার, আদিল রশিদ, বেন স্টোকস।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :