বিজয়ের সঙ্গে অসদাচরণ, শাস্তিতে ক্যারিবিয়ান পেসার

প্রকাশ | ২৭ জুলাই ২০১৮, ১১:৪৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

গায়নায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশি ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের সঙ্গে অসদাচরণ করে শাস্তিতে পড়েছেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারে বিজয়কে আউট করার পর সাজঘরের পথ দেখিয়ে দেন এই ক্যারিবিয়ান। যার কারণে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার তিরস্কারের শিকার হয়েছেন তিনি।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জোসেফ আইসিসির আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গ করেছেন। আর কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙের দায়ে তাকে তিরস্কার করার পাশাপশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। যদিও ম্যাচ শেষে জোসেফ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের অপরাধ শিকার করে নেন। যার জন্য আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এইচএ)