যশোরে মাটিতে পোতা যুবকের লাশ উদ্ধার

প্রকাশ | ২৭ জুলাই ২০১৮, ১৭:১৫

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোর শহর তলীর একটি মেহগনি বাগান থেকে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সোহেল রানা (২৮)। হাত-পায়ের রগ কেটে তাকে বস্তায় ভরে মাটিতে অর্ধেক পুতে রেখেছিল দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে মুড়লী এলাকার পরিত্যক্ত রাবার ফ্যাক্টরির পাশের নজরুল ইসলামের মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা মুড়লী খাঁ পাড়ার মৃত নুরুন নবী ড্রাইভারের ছেলে৷

সদর উপজেলার রামনগর ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার জানান, নিহত সোহেল রানা একজন ট্রাক চালক, বৃহস্পতিবার রাত থেকে সোহেলকে তার পরিবার খুঁজে পাচ্ছিলো না। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন ট্রেন লাইনে হাঁটতে গেলে লাইনের উপরে রক্ত দেখে  সন্দেহ হয়। পরে তারা খোঁজ করতে করতে মেহগনী বাগানের ভেতর রক্ত মাখা একটি বস্তা দেখতে পায়। সেটি অর্ধেক মাটির নিচে পুতে থাকতে দেখে আমাকে খবর দেয়। তখন আমি পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে আসে।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলম জানান, শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই। নজরুলের মেহগনি বাগান থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাই। কিন্তু কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। তবে মাদকের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি জানান৷

তিনি আরো বলেন, তার বুকে ও পেটে আটটি ছুরিকাঘাত এবং দুই পায়ের রগ কেটে তাকে নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকাটাইমস/২৭জুলাই/প্রতিনিধি/ইএস