আলফাডাঙ্গায় ইউপি সদস্যকে হত্যার হুমকি

প্রকাশ | ২৮ জুলাই ২০১৮, ১৩:৩৭

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

জুয়া খেলার প্রতিবাদ করায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ১নং বুড়াইচ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শৈলমারী গ্রামের অসিত কুমার মৃধাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে তিনি আলফাডাঙ্গা থানায় অভিযোগ করেছেন।

জানা গেছে, একই গ্রামের স্বাধীন শেখ একজন পেশাদার জুড়ারি। তিনি এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে লোকজন এনে জুয়া খেলার আসর বসান।

বিষয়টি গ্রামবাসী একত্রিত হয়ে মেম্বার অসিত কুমার মৃধার মাধ্যমে পুলিশে জানায়। পরে শুক্রবার দুপুর ১টার দিকে স্বাধীনের বসতঘরে জুয়া চলাকালে পুলিশ অভিযান চালায়। বিষয়টি স্বাধীনসহ বুঝতে পেরে তার সাঙ্গপাঙ্গসহ পালিয়ে যান।

ওই দিন বিকালে মধুমতি নদীর তীরে খেলার মাঠে টিকরপাড়া বনাম পাড়াগ্রাম মধ্যকার ফুটবল প্রতিযোগিতায় ওই ইউপি সদস্য অতিথি হয়ে খেলা দেখতে গেলে স্বাধীনসহ তার সাথে থাকা কয়েকজন তাকে হত্যার হুমকি দেন।

এসময় অসিত কুমার মৃধার সাথে থাকা অপর এক ইউপি সদস্য পলাশ মাহমুদ ও রিয়াজ মুস্তাফিজ জানান, হঠাৎ স্বাধীনসহ আরও কয়েকজন এসেই অসিত মেম্বারকে বলে ‘তুই থানা পুলিশকে এনে আমাকে ধরানোর চেষ্টা করছিস, আজ তোর রেহাই নাই’।  এই বলে শার্টের পকেট থেকে ধারালো ছুরি বের করে আঘাত করতে গেলে তাৎক্ষণিক উপস্থিত দর্শকরা এগিয়ে এলে তারা দৌড়ে পালায়। এসময় বলতে থাকে- ‘তোর রেহাই নাই, তোকে আমি খুন করে ফেলব’।

এ বিষয়ে এলাকার কয়েকজন ব্যক্তি স্বাধীন সম্পর্কে বলেন, ও আমাদের গ্রামের বিপদ। ওকে নিয়ে আমরা গ্রামের মানুষ অশান্তিতে বাস করছি। ওর জন্য গ্রামের আরও ব্যক্তিরা নষ্ট হচ্ছে।

গ্রামের এক মুরব্বি জানান, স্বাধীন একজন সন্ত্রাসী ও নেশাখোর। সে এর আগে দুজনের মাথা ফাটিয়েছে। কিছুদিন আগে তার চাচাতো ভাই মনির শেখের স্ত্রীর মাথা ফাটিয়েছে। এছাড়াও পাশের গ্রামের আকরাম মিয়ার মাথাও ফাটিয়েছে এই স্বাধীন।

স্বাধীন শেখ মুঠোফনে ঢাকাটাইমসকে  ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, তার সাথে আমার এমন কোন ঘটনা ঘটেনি। তার সাথে আমার কোন ঘটনা তো দূরের কথা কোন কথাই হয়নি।

আলফাডাঙ্গা থানার ওসি নাজমুল করীম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/এলএ)