সিংড়ায় যুবলীগ নেতা বহিষ্কার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৮, ১৩:৫২

নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আব্দুর রউফকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।

শুক্রবার রাত ৯টায় উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তাদের ফেসবুক পেজে আপলোডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা জানানো হয়, নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আব্দুর রউফকে যুবলীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান বলেন, নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ায় অর্থ সম্পাদক আব্দুর রউফকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবলীগের নেতৃবৃন্দের কাছে একটি অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর গ্রাম থেকে যুবলীগ নেতা আব্দুর রউফকে ১৭৫ ইয়াবাসহ আটক করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :