বিএনপির দায়িত্বহীন কথায় আলোচনা নয়: এলজিআরডি মন্ত্রী

প্রকাশ | ২৮ জুলাই ২০১৮, ১৫:৫৭ | আপডেট: ২৮ জুলাই ২০১৮, ১৬:২৩

ফরিদুপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

কোনো কূল-কিনারা না পেয়ে বিএনপি এখন আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী বলেছেন, তাদের দায়িত্বহীন কথায় আলোচনা হতে পারে না।

শনিবার দুপুরে ফরিদপুর শহরতলীর নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

বিএনপিকে নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, সরকারে যখন বিএনপি ছিল তখন ভোট চুরি থেকে শুরু করে ডাকাতি করেছে তারা। ২০০১ সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় ভোট কারচুপির কথা ভোলেনি দেশবাসী।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, আওয়ামী লীগ নির্বাচনে ভোট কারচুপি কিংবা ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো কাজ করে না। তার নজির ইতিপূর্বে দেশের মানুষ দেখেছে।

বিএনপির মহাসচিব অতিরিক্ত কথা বলেন উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘সম্প্রতি গাজীপুরের নির্বাচন নিয়ে তিনি (ফখরুল) যেভাবে সমালোচনা করেছেন তার কোনো সত্যতা ছিল না। বিএনপি যা খুশি তা-ই গণমাধ্যমে বলে।’

বিএনপি কোথাও কোনো কূল-কিনারা না পেয়ে এখন আবল-তাবল কথা বলছে বলে মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, ‘তাদের দায়িত্বহীন কথায় কোনো আলোচনা হতে পারে না।’

পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক দেশে ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশেও সে ধরনের নির্বাচনকালীন সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের সভাপতি এ এইচ এম ফোয়াদ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮জুলাই/মোআ)