মাদক কারবারিদের হামলায় দুই ডিবি পুলিশ জখম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৮, ১৯:৫৮

মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি নতুন এলাকায় মাদকের আসামি ধরতে গেলে ইয়াবাসহ আটকদের ছিনিয়ে নেয়ার জন্য এলাকার ৩০ থেকে ৪০ জনের একদল মাদক কারবারি ও মাদকাসক্ত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডিবি পুলিশের উপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হন। এ খবর পেয়ে ডিবি পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ইয়াবা কারবারি সফিকুল মাতুব্বর ও হামলাকারীদের একজন কাওছার মোল্লাকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযানের সময় সুযোগ বুঝে অন্যন্য হামলাকারী পালিয়ে যায়।

মাদারীপুর ডিবি পুলিশের এসআই আবদুর রশিদ বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে এসআই মোবারক মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে শুক্রবার সন্ধ্যায় লুন্দি নতুন বাজারে যায় এবং ১০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সফিকুল মাতুব্বরসহ চারজনকে আটক করে। এসময় ৩০ থেকে ৪০ জনের একদল মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি হাতুড়ি-শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ হামলায় ডিবি পুলিশের কনস্টেবল সবুজ ও হিটলার আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :