ক্রীড়াঙ্গনকে গতিশীল রাখতে নৌকার বিকল্প নেই: দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৮, ২১:৫৫

‘ক্রীড়াঙ্গনকে গতিশীল রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিকল্প নেই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ নানাবিধ প্রকল্প বাস্তবায়নে সফল ভূমিকা রাখায় জননেত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। এর ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’

শনিবার বিকালে মানিকগঞ্জের মহাদেবপুর ডিগ্রি কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপ আয়োজিত এ. এম সায়েদুর রহমান স্মৃতি কাবাডি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।

জেলা প্রশাসক নাজমুত সাদাত সেলিমের সভাপতিত্বে বিসিবির পরিচালক আরো বলেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। এসব সম্ভাবনাকে নশ্চাৎ করতে একটি স্বাধীনতাবিরোধী সংঘবদ্ধ চক্র নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে।

সাবেক এই অধিনায়ক আরো বলেন, শান্তিপ্রিয় মানুষ আজ আর কোন ছলচাতুরীতে বিশ্বাসী নয়। তারা উন্নয়নে বিশ্বাসী। তাই দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনাকেই আবার নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন।

খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম,পিপিএম (ডিআইজি)।

এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মহিলা আ'লীগের সভানেত্রী নীনা রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ'লীগ নেতা মোহাম্মদ আলী আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, জেলা পরিষদ ও জেলা আ'লীগের সদস্য মাহাবুবুর রহমান জনি,

উপজেলা আ'লীগের সহ-সভাপতি বিকাশ সাহা, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, ঘিওর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, দৌলতপুর উপজেলা আ'লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আ'লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘিওর উপজেলা দলকে ৬১-৪৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দৌলতপুর উপজেলা।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :