বাগেরহাটে বিএনপির তিন নেতা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৮, ২২:০৪

নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাট শহরে অভিযান চালিয়ে পুলিশ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই নেতাদের গ্রেপ্তার করে। তবে বিএনপি বলছে, শনিবার দুপুরে জেলা বিএনপির প্রয়াত সাবেক সহ-সভাপতি অলিউজ্জামান মোজার মিলাদ মাহফিল থেকে ফেরার পথে পুলিশ এই নেতাদের মিথ্যা নাশকতার অভিযোগে গ্রেপ্তারের দাবি করে।

তাদের গ্রেপ্তারের বিষয়ে জেলা বিএনপির কোন নেতাই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।

গ্রেপ্তাররা হলেন, মংলা উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মৃধা, সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এবং সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, বাগেরহাটকে অশান্ত করতে বিএনপির কিছু নেতা নাশকতার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মংলা উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই নাশকতা পরিকল্পনার সন্দেহভাজন আসামি। এটা পুলিশের নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :