নদীতে গোসলে নেমে সবজি ব্যবসায়ী নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৮, ১০:১৭

মানিকগঞ্জের ঘিওরে ইছামতি নদীতে গোসল করতে নেমে এক সবজি ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

রবিবার সকাল ৬টায় উপজেলার বড়টিয়া ইউনিয়নের জগন্নাথদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তি ওই গ্রামের মৃত কালু বেপারীর ছেলে আল-মামুন (৫০)। তিনি স্থানীয় বাড়াদিয়া বাজারে সবজির দোকান করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সৈকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে সকালে আল-মামুন গোসল করতে যান। কিন্তু তিনি ডুব দিয়ে আর পানি থেকে ওঠেননি। এসময় নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন কিশোর এই দৃশ্য দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

ইউপি সদস্য আরও জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরি দলের সহযোগিতা চাওয়া হবে। বিষয়টি থানা পুলিশকেও জানাবেন তারা।

গ্রামবাসী জানান, দুই বছর আগে একই স্থানে পানিতে ডুবে দুলাল হালদার নামে এক ব্যক্তি মারা যান।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :