ফ্রান্সে কুমিল্লা জেলা সমিতি গঠন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৮, ১৩:১৩

ফ্রান্সে বসবাসরত কুমিল্লা জেলাবাসীদের নিয়ে গঠন করা হয়েছে কুমিল্লা জেলা সমিতি, ফ্রান্স। এতে সভাপতি হয়েছেন ব্যবসায়ী সাত্তার আলী সুমন শাহ আলম, সাধারণ সম্পাদক নাসির আহম্মেদ।

শনিবার প্যারিসের গার্দু নর্দের এক হল রুমে কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্টুর সভাপতিত্বে সাংবাদিক ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহাম্মেদ সেলিম।

বিশেষ অতিথি ছিলেন পরিবেশবিদ ড. কামরুল হাসান, বৃহত্তর কুমিল্লার সাংগঠনিক সম্পাদক আমিন খান হাজারী, যুগ্ম সম্পাদক কৃষক আব্দুল কাইয়ূম সরকার, হারুনুর রশিদ, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, নারী নেত্রী শামীমা আক্তার রুবি, ব্যবসায়ী বাকি বিল্লাহ খোকন, আরমানুজ্জামান, মাহমুদুল হাসান, মাসুদ আরমান রানা।

এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া, সানিম মোহাম্মদ, গোলাম রসুল রুবেল, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা দেশ ও প্রবাসে সমান তালে কুমিল্লার উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখার উপর জোড় দাবি জানান। পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে কুমিল্লা প্রবাসী বিশাল জনগোষ্ঠীর অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের ইতিহাস সংগ্রামে কুমিল্লার মানুষের অবদান থাকা সত্ত্বেও বর্তমান সময়ে কুমিল্লা একটি অবহেলিত জেলা হিসাবে সকলের কাছে পরিষ্কার, কেননা কুমিল্লার নামে বিভাগ হচ্ছে না, বিমান বন্দর থাকা সত্ত্বেও তা চালু হচ্ছে না। তাই দলমত নির্বিশেষে সরকারের পাশাপাশি আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে কুমিল্লাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে।

(ঢাকাটাইমস/২৯জুলাই/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :