মুরাদনগরে ১৩০০ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ তিনজন আটক

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৪:০৫ | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৮, ১৩:৫৯

কুমিল্লা মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০০ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তিনজনকে আটক করা হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজারস্থ রামচন্দ্রপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সদস্য নিলীমা রানী, লালমনিরহাট জেলার রাজাপুর গ্রামের নিখিল চন্দ্র রায় ও বরগুনা জেলার আমতলী গ্রামের সাঈদ।

কুমিল্লা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক মোহাম্মদ এমদাদুল্লাহ জানান, গোপন সংবাদে একটি টিম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। রামচন্দ্রপুর বাজারে স্থানীয় ইউপি সদস্য নরেশ পালের হোমিওপ্যাথিক ওষুধের একটি কারখানা আমদানি নিষিদ্ধ ১৩০০ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এসময় মেম্বারের স্ত্রীসহ দুইজন কর্মচারীকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :