বরিশালে ভোটের সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে

প্রকাশ | ২৯ জুলাই ২০১৮, ১৫:৩২ | আপডেট: ৩০ জুলাই ২০১৮, ০০:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বরিশালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেছে নির্বাচন কমিশন।

দুপুর দুইটার পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলার সিনিয়র নির্বাচনী কর্মকর্তা হেলাল উদ্দিন খান ঢাকাটাইমসকে বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দিচ্ছি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সরঞ্জাম তুলে দেয়া হচ্ছে।

বেলা দুইটার দিকে ব্যালটবক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড ও সিলসহ ভোট গ্রহণের সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার হাতে কমিশনের পক্ষ থেকে তুলে দেয়া হয়।

সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে সিলেট এবং রাজশাহীতেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/টিটি/বিইউ/জেবি)