প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৮, ১৯:৫৭
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছে সরকার। সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার দুপুরে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশে জঙ্গী সন্ত্রাস ইতোমধ্যে নির্মূল করা হয়েছে। অতীত সরকারের আমলের চেয়ে, বর্তমান সরকারের সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল অবস্থানে আছে। ’

অনুষ্ঠানে পাবনা-১ আসনের এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান পিএসসি, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ডা. মজিবুল হক সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বেড়া পৌরসভায় আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন এবং বিকালে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :