জামালপুরে পাঁচ বীর কন্যাকে সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৮, ২০:১৪

মহান মুক্তিযুদ্ধের দেশমাতৃকার জন্য সর্বস্ব হারানো জামালপুরের পাঁচ বীর কন্যাকে (বীরঙ্গনা) সংবর্ধনা ও সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা প্রদান করে চেষ্টা নামে একটি নারী সংগঠন।

সংগঠনটির সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট কবীর উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মনি, নারী সংগঠন চেষ্টা’র সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুনসহ মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে বীর কন্যাদের সহায়তার জন্য একটি করে গরু দেয়া হয়।

সহায়তা পেয়ে বীরাঙ্গনা সখিনা বেগম জানান, সরকারের স্বীকৃতি ও সামাজিক সহায়তা পেয়ে সরকারের নিকট তারা কৃজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু এখনও সামাজিকভাবে অবহেলিত লাঞ্ছনার শিকার হচ্ছেন বীর কন্যারা।

আর জীবনের শেষ পর্যায়ে বীরকন্যাদের ভালো রাখার জন্য এমন আয়োজন বলে জানান সংগঠনটির সভানেত্রী সেলিনা বেগম।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :