বরিশালে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে: তাপস

প্রকাশ | ২৯ জুলাই ২০১৮, ২১:২৩

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, বরিশালে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। বরিশালে প্রচুর বহিরাগত রয়েছে। আওয়ামী লীগের প্রার্থী প্রচুর লোক নিয়ে জনসভা করেছেন। এদের মধ্যে অনেককে জিজ্ঞাসা করা হলে তারা বলেছেন এসেছেন পটুয়াখালী থেকে। এই বহিরাগতরাই কেন্দ্রগুলোতে থাকবে। সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। বহিরাগতরাই ভোট দিয়ে দেবে। 

রবিবার রাত সাড়ে ৭টায় নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সাথে যখন সর্বশেষ কথা বলেছি তখন তাকে অসহায় মনে হয়েছে। তিনি অসহায়ত্ব প্রকাশও করেছেন। প্রশাসন ইসির কথা শুনছে না। এখন পর্যন্ত আমার ৩/৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ আমার বাসায়ও এসেছিল। কিন্তু আমার দাড়োয়ানের সাথে কিছুক্ষণ বাকবিত-ার পর তারা চলে যায় এখান থেকে। এটি একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।’ 

তাপস বলেন, ‘প্রশাসন একজনের পক্ষে রয়েছে। কারণ সে পথসভা করলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তবুও আমরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো।’ 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/ইএস