মির্জাপুরে শিক্ষা কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

প্রকাশ | ২৯ জুলাই ২০১৮, ২২:৩৬

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লার বিদায় অনুষ্ঠান হয়েছে।

রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। মেধাবী ও দক্ষ এই বিদায়ী শিক্ষা কর্মকর্তার কর্মকালীন সময়ের বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানে ইউএনও ইসরাত সাদমীন ছাড়াও বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহ সভাপতি ফজলুর রহমান, সহ সভাপতি আমিনুর রহমান, রাজাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান স্বপন, কহেলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন মোহাম্মদ ফারুক,  গোড়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ তালুকদার, সাধারণ সম্পাদক ফজলুল করিম, চাকলেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।

পরে বিদায়ী কর্মকর্তার হাতে উপহার তুলে দেন শিক্ষক নেতৃবৃন্দ।

মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও রাজাবাড়ি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. মিয়াজ উদ্দিন বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা ছিলেন একজন মেধাবী, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার কর্মকালে মির্জাপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ শিক্ষার মান উন্নয়নে অনেকটা অগ্রগতি হয়েছে।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)