শেষ পর্যন্ত মাঠে থাকব: সরোয়ার

বোরহান উদ্দিন ও তন্ময় তপু, বরিশাল থেকে
| আপডেট : ৩০ জুলাই ২০১৮, ০০:২১ | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ০০:১৫

বরিশালে দিনভর কোথাও কোথাও গুঞ্জন শোনা গেছে ভোটের মাঠে কারচুপি হলে নির্বাচন থেকে সরেও দাঁড়াতে পারেন সিটি করপোরেশনের বিএনপি দলীয় মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার।

যদিও সুষ্ঠু নির্বাচন নিয়ে শেষ মূহুর্তেও শঙ্কা প্রকাশ করলেও ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার ব্যাপারে নিজের পোক্ত অবস্থানের কথা জানিয়েছেন ধানের শীষের প্রার্থী।

ভোটের আগের রাতে ঢাকাটাইমসকে বরিশালের প্রথমবারের মেয়র সরোয়ারভোট থেকে সরে দাঁড়ানোর গুঞ্জনের জবাব দেন। বলেন, ‘আমি নির্বাচনের মাঠে থাকার ব্যাপারে আমি ডিটারমাইন্ড। যাই হোক পরিস্থিতি আমি থাকবো। দেখব কী হয় শেষ পর্যন্ত।’

নির্বাচন নিয়ে কমিশনের অবস্থান নিয়ে সমালোচনা করে আসছেন

আমি মনে করি নির্বাচন কমিশনের যে কথা ছিল, এখন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করবে না সেটা পালন করা উচিত। কিন্তু সে কথা রাখেনি। কমিশনের সহযোগিতা আমরা পাইনি।

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, তাহলে কি ধরে নেব, আপনি শেষ পর্যন্ত ভোটে থাকবেন না?

রেজাল্ট নিয়ে এদিক-ওদিক হলে মাঠে থাকব, আন্দোলন করব, সংগ্রাম করব। নির্বাচন কমিশনার বলেছিলেন গাজীপুর-খুলনার চেয়ে বরিশালের নির্বাচন ভালো হবে। আমরাও মনে করি বরিশালের নির্বাচন ভালো হবে। কিন্তু কোথাও কোথাও যখন গ্রেপ্তার হয়, গ্রেপ্তার আতঙ্ক সৃষ্টি করা হয় তখন সংশয়-সন্দেহ বেড়ে যায়।

নেতাকর্মীদের উদ্দেশে কি বলবেন?

আমার দলের নেতা-কর্মী ও বরিশালবাসীকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। জনগণের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য রাজপথে থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বহিরাগতরা বরিশালে আছে বলে অভিযোগ করছেননির্দিষ্ট করে কিছু বলবেন?

আওয়ামী লীগ বরিশালে বহিরাগতদের এনেছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছে যারা বাইরে থেকে এসেছে। বিভিন্ন জেলা, উপজেলা থেকে লোক নিয়ে এসেছে। এসব লোকজন ভোটের দিন লাইনে দাঁড়িয়ে সিল মারবে। বহিরাগত থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বহিরাগতদের আজ রাতের মধ্যে বরিশাল থেকে বের করে দিতে হবে।

জয়ের ব্যাপারে কী কারণে নিজেকে যোগ্য মনে করছেন?

সরোয়ার: বিএনপি বরিশালে উন্নয়ন করেছে। আওয়ামী লীগ কখনও বিএনপির সঙ্গে জিততে পারেনি। এ কারণে আগামীকাল বরিশালবাসী বিএনপিকে বিজয়ী করবে।

ঢাকাটাইমস/৩০জুলাই/টিটি/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :