সান্ধ্যকালীন প্রোগ্রাম বন্ধ করল ইবি

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৪:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বিভিন্ন বিভাগে চালু করা সান্ধ্যকালীন প্রোগ্রাম। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৩তম একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্ব সাধারণের নৈতিক সিদ্ধান্তানুসারে এ প্রস্তার গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইবির একাডেমিক কাউন্সিল সূত্র মতে, সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী সান্ধ্যকালীন প্রোগ্রাম বন্ধের ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন। এসময় উপস্থিত সব সদস্যের সিদ্ধান্তক্রমে তার এ প্রস্তাব গৃহীত হয়।

সান্ধ্যকালীন প্রোগ্রাম বন্ধের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে ক্যাম্পাসে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বয়ে যায়। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এটিকে সুখবর বলে অভিহিত করছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সান্ধ্যকালীন প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের খবরে বর্তমান প্রশাসন ও একাডেমিক কাউন্সিলের সদস্যদেরকে ধন্যবাদ জানান।

ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই যুগান্তকারী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান। একইসঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও সান্ধ্যকালীন প্রোগ্রাম বন্ধে ইবিকে অনুসরণ করবে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকাটাইমস/৩০জুলাই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :