নাশকতার মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৬:৪৭

কুমিল্লায় সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে কেএম শামসুল আলম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৫ আগস্ট তাদের জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আক্কাছ জানান, কুমিল্লা টাওয়ারে সরকার বিরোধী নাশকতা পরিকল্পনা করার অভিযোগ এনে ২০১৫ সালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ বাদি হয়ে একটি মামলা করেন।

মামলায় পুলিশ প্রথমে ১৫ আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করলেও পরে ২৪জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়। ইতোমধ্যে চার্জশিটভুক্ত ১৮ আসামি জামিনে রয়েছেন।

সোমবার সকালে জেলা যুবদলের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর বিএনপি নেতা আমীরুজ্জামান আমীর এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি নিজাম উদ্দিন কায়সার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট নাজমুস সাদাত, অ্যাডভোকেট তাইফুর আলম, অ্যাডভোকেট আলী আক্কাছ, অ্যাডভোকেট মো. ইউছুফ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :