গাইবান্ধায় ওসির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত শুরু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৮:১০

চার মাস পর গাইবান্ধার সাংবাদিক জাভেদ হোসেনকে ‘প্রতিহিংসামূলক মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়িয়ে হয়রানির ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ারসহ অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্য নির্বাহীর সদস্য জাভেদ হোসেনের আবেদনের প্রেক্ষিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে রংপুর জোনের ডিসিপ্লিন শাখার ইন্সপেক্টর অব পুলিশ তরিকুল ইসলাম তরিককে তদন্তের দায়িত্ব দেয়ায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সরজমিনে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার সকাল থেকে সোমবার তিনি তিন ওসি, এক এটিএসআইসহ পক্ষ-বি-পক্ষের মোট নয়জনের সাক্ষ্যগ্রহণ করেন।

এর আগে নোটিশের মাধ্যমে এসআই মমিরুলকেও ডেকে তার সাক্ষ্যগ্রহণ করেন তিনি।

প্রসঙ্গত, কোন তদন্ত ছাড়াই তাৎক্ষণিক মামলা দিয়ে হয়রানি করায় ঢাকাটাইমসের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্য নির্বাহীর সদস্য জাভেদ হোসেন গাইবান্ধা সদর থানার ওসি ও এক এসআই-’র বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের মহাপরিচালকের (আইজিপি) অভিযোগ শাখায় অভিযোগ করেছিলেন।

গত ২২ ফেব্রুয়ারি তিনি পুলিশ হেড কোয়াটার্সে উপস্থিত হয়ে আইজিপির কমপ্লেইন শাখায় এই অভিযোগ করেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :