‘মাদকাসক্ত’ ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশ | ৩০ জুলাই ২০১৮, ১৮:৫৪

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিরাজুল ইসলাম মাস্টার নামে এক মাদকাসক্ত পুত্রের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে শিক্ষক পিতা নুরুল ইসলামের।

সোমবার দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের পাথরডুবি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পালিয়ে যায় ঘাতক পুত্র।

জানা যায়, পাথরডুবি গ্রামের নুরুল ইসলামের ছোট ছেলে সিরাজুল ইসলাম একজন চিহ্নিত মাদকসেবী। মাদক সেবনের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করত। বিবাহিত এই ছেলের অত্যাচারের কারণে তার স্ত্রী অতিষ্ট হয়ে বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি চলে যায়। ঘটনার দিন নিজ বাড়িতে মাদকের টাকার জন্য পিতার উপর চাপ দেয় সিরাজুল। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত সিরাজুল ইসলাম লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার পিতার মৃত্যু ঘটে। নুরুল ইসলাম মাস্টার ওই এলাকায় একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আসামি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/এলএ)