আওয়ামী নাৎসিবাদের আত্মপ্রকাশ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০১৮, ০১:২৪ | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ২০:১১

তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিবেশকে জার্মানিতে হিটলারের নাৎসিবাদের সঙ্গে তুলনা করেছেন রুহুল কবির রিজভী। বলেছেন, নির্বাচনে আওয়ামী নাৎসিবাদের চূড়ান্ত রূপের বহিপ্রকাশ ঘটেছে।

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট নিয়ে সোমবার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

বিকাল চারটায় ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গণমাধ্যমকে ডাকেন রিজভী। এর আগে তিনি বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফা সংবাদ সম্মেলন করেছিলেন।

বিএনপি নেতা বলেন, ‘ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ ভোটের লেবাসে নির্বাচনের লেবাসে কীভাবে তাদের নাৎসিবাদকে প্রতিষ্ঠিত করছে, জনগণ তা আজ দেখেছে।

ভোট সুষ্ঠু হয়েছে বলে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফের বক্তব্যেরও জবাব দেন রিজভী। বলেন, ‘আজ একজন আওয়ামী নেতা বলেছেন- উৎসবের আমেজে নির্বাচন হচ্ছে। তিনি ঠিকই বলেছেন- দস্যুদল লুট করার পর উল্লাসে মেতে উঠে।’

‘আওয়ামী লীগ লুটের মালের মতো একচেটিয়া জালভোট ও ভোট সন্ত্রাসের কৃতিত্বে আত্মপ্রসাদ লাভ করেছে, আর সেজন্যই তারা উৎসবে মেতে উঠেছে।’

বিএনপির মুখপাত্র বলেন, ‘তিন সিটিতে আরেকটি সহিংস প্রহসনের নির্বাচন হয়েছে।… গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অল্প কিছু লোক ভোট দিতে পারলেও এই তিন সিটি নির্বাচনে সেটিও সম্ভব হয়নি।’

‘আমরা যে কথাগুলো বলেছিলাম, একটা অবৈধ সরকার ও তার আজ্ঞাবাহী নির্বাচন কমিশন থাকলে নির্বাচন, ভোট ও মানুষের ভোটাধিকার এটা যে নির্বাসনই থাকবে, নির্বাসন থেকে যে প্রত্যাবর্তন করবে না; সেটা অক্ষরে অক্ষরে আপনারা দেখেছেন। তা-ই পালিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে।’

বিএনপি নেতা বলেন, ‘অন্যান্য সময় পুলিশের ছত্রছায়ায় সরকারি দলের ক্যাডাররা তাণ্ডব করত। আর এবার পুলিশ নিজেই দায়িত্ব নিয়েছে। ওদেরকে আর সেই দায়িত্বে রাখেনি। দেখাচ্ছে যে, কতখানি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। তার নজির সৃষ্টি করছে।’

নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘রাজ বেতনভোগী কর্মচারী নির্বাচন কমিশন জানিয়ে দিল, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য নন, তারা অবৈধ সরকারের প্রতিনিধি। সুতরাং অবৈধ সরকারের হুকুম তামিল করা ছাড়া তারা অন্য কোনো কাজের জন্য নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করতে আসেনি ‘

‘তাই সরকারের ইঙ্গিত, আভাস, ইচ্ছায় নির্বাচন কমিশন আজ তিন সিটি করপোরেশন নির্বাচনে শ্বাসনিরুদ্ধ দুর্বৃত্তপনার নির্বাচনি প্রহসনের সহযোগী হলো। নির্বাচন কমিশন আইনের নয়, স্বাধীন নয়, নির্বাচন কমিশন রাজভৃত্য।’

সরোয়ারের ভোট বর্জন স্থানীয় সিদ্ধান্তে

আগের দিন সংবাদ সম্মেলন করে রিজভী বলেছিলেন, পরিস্থিতি যাই হোক, শেষ পর্যযন্ত তারা ভোটে থাকবেন। তবে ব‌রিশালে ভোটের চার ঘণ্টার মধ্যে বেলা ১২টার দিকে বিএন‌পির মেয়র প্রার্থী মুজিবর রহমান সরোয়ার ভোট বর্জনের সিদ্ধান্তের কথা জানান।

এটা কেন্দ্রের নির্দেশে করেছেন কি না- জানতে চাইলে রিজভী বলেন, ‘উনারা স্থানীয় পর্যায়ে সা‌র্বিক প‌রি‌স্থি‌তি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন।’

ঢাকাটাইমস/৩০জুলাই/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :