নিজ কেন্দ্রে হারলেন কামরান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২০:৫৩ | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ২০:৪১
ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল আসছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নিজ কেন্দ্রে হেরে গেছেন। সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর চেয়ে ১৩০ ভোট কম পেয়েছেন সাবেক এই মেয়র।

সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৭৭৬ ভোট আর বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৬৪৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২৬ ভোট। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে সেখানেও এগিয়ে বিএনপি।

নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অরিফুল হক চৌধুরী পেয়েছেন এক হাজার ৩০৮ ভোট। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫৬৬ ভোট।

সিলেট সিটি করপোরেশনের মোট ভোটার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৮৮ জন। ২৭টি ওয়ার্ডে ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাতজন মেয়র প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ১৮৯ জন ও নারী কাউন্সিলর পদে প্রার্থী ১২৭ জন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :