দে‌শে নতুন গে‌মিং ল্যাপটপ আন‌লো ডেল

‌বিজ্ঞান ও তথ্যপ্রযু‌ক্তি প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ২০:৪৭

‌দে‌শের বাজারে নতুন গে‌মিং ল্যাপটপ আন‌লো ডেল। উইন্ডোজ টেন অপারে‌টিং সিস্টেম চা‌লিত ল্যাপটপ‌টির মডেল ডেল জি ৭ ৭৫৮৮।

সোমবার সন্ধ্যায় রাজধানীর এক‌টি হো‌টে‌লে আ‌য়ো‌জিত এক সংবাদ স‌ম্মেলনে ডেলের জি সি‌রি‌জের নতুন গে‌মিং ল্যাপটপ বি‌ক্রির ঘোষণা দেয়া হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ জাতীয় নারী ক্রি‌কেট দ‌লের সহ-অ‌ধিনায়ক জাহানারা আলম এবং ডে‌লের কা‌ন্ট্রি ম্যা‌নেজার আ‌তিকুর রহমান। ‌

কান্ট্রি ম্যানেজার জানান, এই প্রথম ডেল বাংলা‌দে‌শের বাজা‌রে জি সি‌রি‌জের গে‌মিং ল্যাপটপ আন‌লো। এ‌ন্ট্রি লে‌ভেল থে‌কে শুরু ক‌রে হাই অ্যান্ড ম‌ডে‌লের ল্যাপটপ আছে জি সি‌রিজে। ল্যাপটপ‌টি‌তে ইন‌টেল কোর আই সে‌ভেন অষ্টম প্রজ‌ন্মের প্র‌সেসর ব্যবহার করা হ‌য়ে‌ছে। ল্যাপটপ‌টি ১৬ ও ৮ জি‌বি র‌্যাম ভার্স‌নে পাওয়া যা‌বে। এতে ১৫.৬ ই‌ঞ্চির ফুল এইচ‌ডি ডিস‌প্লে ব্যবহার করা হ‌য়ে‌ছে। ফিঙ্গার‌প্রিন্ট সেন্সর সম্ব‌লিত ল্যাপটপ‌টি‌তে ব্লু ব্যাক‌লিট কি‌বোর্ড ব্যবহার করা হ‌য়ে‌ছে। ‌

জি সি‌রি‌জের নতুন ল্যাপটপ ডেল জি ৭ ১৫ ৭৫৮৮ এ র‌য়ে‌ছে এন‌ভি‌ডিয়া জি‌ফোর্স জি‌টিএক্স ১০৬০ জি‌পিইউ। যা ম্যাক্স কিউ ডিজাই‌নে তৈ‌রি। ল্যাপটপ‌টি ২৫ মি‌লি‌মিটার পু‌রু‌ত্বের। এর চ্যা‌সিস ১৫ ই‌ঞ্চির। এ‌তে র‌য়ে‌ছে ৬ গিগাবাই‌টের জি‌ডি‌ডিআর ৫ ভি‌ডিও মেমো‌রি। ল্যাপটপ‌টি‌তে কিলার গিগাবাইট ইথার‌নেট নেটওয়া‌র্কিং ব্যবহার করা হ‌য়ে‌ছে। ফ‌লে এ‌তে দ্রতগতি‌তে ইন্টারনে‌টে গেমস খেলা যা‌বে। ল্যাপটপ‌টিতে বাতাস প্রবেশের জন্য সাম‌নের অং‌শে র‌য়ে‌ছে ইন‌টেক। গরম বাতাস বের করে দেয়ার জন্য পেছ‌নের অং‌শে র‌য়ে‌ছে এক্সহস্ট। তাই ল্যাপটপ‌টি দি‌য়ে দীর্ঘ সময় গেমস খেলা যা‌বে। ‌দে‌শের বাজা‌রে এই ল্যাপটপ‌টি লি‌কোরাস ব্ল্যাক এবং ও‌য়েলপাইন হোয়াইট কালা‌রে পাওয়া যা‌বে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এ‌জেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :