বঙ্গবন্ধু সাফারি পার্কে ৪৮ তক্ষক অবমুক্ত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ২০:৫৮

রাজধানীতে র‌্যাব-৪ এর সদস্যদের জব্দ বিরল প্রজাতির ৪৮টি তক্ষক রবিবার গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে শনিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালান র‌্যাব-৪-এর সদস্যরা। পরে ৪৯টি বিরল প্রজাতির তক্ষকসহ চার পাচারকরীকে আটক করেন তারা। তবে উদ্ধারের পর পরিবহনের সময় একটি তক্ষক মারা গেছে। বাকি ৪৮টি তক্ষক রবিবার বিকালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

এসময় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার সনাতন কুমার, ফরেস্ট রেঞ্জার মো. মোতালেব হোসেন, র‌্যাব-৪ এর উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান ও আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :