দুই মামলায় জামিন খালেদার

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ১৫:৫২ | আপডেট: ৩১ জুলাই ২০১৮, ১৮:০৪

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’করার অভিযোগে দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে ওই জামিন আবেদেেনর ওপর শুনানি গ্রহণ শেষে আদেশের জন্য বেলা ২টায় সময় ধার্য করেন।

সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদনের শুনানি করেন। এর আগে গত ১১ জুলাই এ জামিনের আবেদন করা হলে ৩১ জুলাই শুনানির দিন ঠিক করেন একই বিচারক।

এরও আগে গত ৫ জুলাই ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম মানহানির ভুয়া জন্মদিনের মামলায় এবং মহানগর হাকিম আহসান হাবীব যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মামলায় জামিন নামঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়।

২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্ম দিনের মামলা দায়ের করেন। পরে ওই বছর ২৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

অন্যদিকে যুদ্ধাপরাধীদের মদদের মামলাটি ২০১৬ সালের ৩ নভেম্বরী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী দায়ের করেন। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারী তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই বছর ১২ অক্টোবর সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

ঢাকাটাইমস/৩১জুলাই/ডিএম