কোম্পানীগঞ্জে অজ্ঞাত রোগে ২০ শিক্ষার্থী অসুস্থ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৮, ১৬:৩৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অজ্ঞাত রোগে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বামনী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, সোয়া ১১টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলার সময়ে প্রথমে সপ্তম শ্রেণির কয়েকজন ছাত্রী পেট ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সপ্তম শ্রেণির ১২ ও অষ্টম শ্রেণির ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। যাদের মধ্যে ১৯ জন ছাত্রী ও একজন ছাত্র রয়েছে।

তিনি আরো জানান, অসুস্থ শিক্ষার্থীদের বামনী উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের পরিবারের লোকজনের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।

বামনী উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাউছার জাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিদ্যালয়ের শিক্ষার্থীরা হিষ্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :