১৮ কেন্দ্রে আবার ভোট দাবি কামরানের

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৮:০১ | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৮, ১৭:৩৫

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান। গোলযোগের অভিযোগ এনে তিনি ১৮ কেন্দ্রে আবার ভোট নেয়ার দাবি জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর ছড়ারপাড়ের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে।

ঘোষিত কেন্দ্রগুলোতে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৯০ হাজার ৪৯৩ এবং নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৪ হাজার ৬২৬। স্থগিত দুই কেন্দ্রে ভোট রয়েছে ৪ হাজার ৭৮৭টি।

অর্থাৎ কামরানের চেয়ে আরিফুল যত ভোটে এগিয়ে আছেন, তার চেয়ে ১৬১ ভোট বেশি রয়েছে স্থগিত দুই কেন্দ্রে। এই দুই কেন্দ্রে আবার ভোট নেয়ার পর চূড়ান্তভাবে ফল ঘোষণা করা হবে।

অসম্ভব কিছু না ঘটলে আরিফুলের বিজয় অনেকটা নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

তবে কামরানের প্রধান নির্বাচনী এজেন্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ গতকাল রাতেই রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন সব ভোট পুনর্গণনার।

আজ আবার কামরান ফল প্রত্যাখ্যান করেন। তিনি বেশ কিছু কেন্দ্রে গোলযোগের অভিযোগ করে বলেন, ‘নৌকার ব্যাজ লাগিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে বিভিন্ন কেন্দ্র দখল করে ধানের শীষে ভোট দেয়া হয়েছে। বেশ কিছু কেন্দ্রে মারামারি হয়েছে, ব্যালট পেপার ছিনিয়ে নেয়া হয়েছে। তাই এমন ১৭-১৮টি কেন্দ্রে আবার ভোট নিতে হবে।’

মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি উল্লেখ করে কামরান বলেন, ‘বিএনপি কূটকৌশলের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করেছে। কিন্তু সিলেটের মানুষ এটা মেনে নেবে না।

সিলেট সিটি করপোরেশনে ১৩৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। ১৩২টি কেন্দ্রের ফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, ১ লাখ ৯৮ হাজার ৬৫৬ জন ভোটার ভোট দিয়েছেন। ৭ হাজার ৩৬৭টি ভোট বাতিল হয়েছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :