রংপুরে জেএমবির চার সদস্য সাত দিনের রিমান্ডে

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৮, ১৮:০২

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর দুর্গম চরাঞ্চল বাগডোহরা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার চার জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চার জঙ্গিকে আদালতের হাজতখানায় আনা হয়। সেখান থেকে তাদের আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২৯ জুলাই গোপন সংবাদের ওপর ভিত্তি করে বগুড়া পুলিশ, রংপুর পুলিশ এবং পুলিশ হেড কোয়াটার্সের একটি গোয়েন্দা টিম যৌথভাবে অভিযান চালিয়ে জেএমবির রংপুর বিভাগের প্রধান আজহারুল ইসলামসহ সামরিক শাখার সদস্য আকরামুল, আব্দুল হাকিম ও ফারুখ ওরফে সবুজকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড রাইফেলের গুলি, একটি ম্যাগজিন, একটি ২২ বোর রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, তারা আবারও নতুন করে গঙ্গাচড়ার চরাঞ্চলে সংগঠিত হয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল।

(ঢাকাটাইমস/৩১জুলাই/আরআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :