বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জবি শিক্ষার্থীর মরদেহ

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ১৮:২৩ | আপডেট: ৩১ জুলাই ২০১৮, ১৮:৩৪

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বুড়িগঙ্গা নদী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র মো. আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষের কর্মকর্তারা তার মরদেহ উদ্ধার করে।
আরিফুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) ৮ম সেস্টিারের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার আইডি নাম্বার ১৪০৪০২০৫৬।

জানা যায়, আরিফুল ইসলাম দক্ষিণ কেরাণীগঞ্জে বাস করতেন। সোমবার সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে বিশ্ববিদ্যালয় ফেরার সময় তিনি নিখোঁজ হন। পরে বুড়িগঙ্গা নদীতে তার ব্যাগ ও অন্যান্য ব্যবহার্য্য উপকরণ পাওয়া গেলেও তাঁর কোনো অনুসন্ধান পাওয়া যাচ্ছিল না।

এ ব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় তাঁর ভাই রাশেদুল ইসলাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ডায়েরি নম্বর- ১২৭৯। আরিফুলের বাবার নাম মইনুদ্দিন, মাতার নাম শাহীদা খাতুন এবং তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধীন মারুফদাহ গ্রামে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর নূর মোহাম্মদ ঢাকাটাইমসকে বলেন, গতকাল আরিফুল ইসলাম নিখোঁজ হয়। এরপর আজ বিকালে বুড়িগঙ্গা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে আইনি ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/আইএইচ/ইএস)