পুনর্নির্বাচন সিলেটে চান না কেন: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৯:৫৮ | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৮, ১৮:২৪

‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে রাজশাহী ও বরিশালে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভের ডাক দেয়া বিএনপি সিলেটে কেন নতুন করে ভোট চায় না, সেটি জানতে চেয়েছেন ওবায়দুল কাদের।

সোমবার তিন মহানগরের ভোট নিয়ে পরদিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই প্রশ্ন রাখেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

একই দিন বিএনপির মহাসচিব ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে বৃহস্পতিবার মহানগরগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছেন। তবে তিনি সিলেটে নতুন করে ভোট চাননি।

এর জবাবে কাদের বলেন, ‘এখন তারা সিলেটেরটাও পুর্নর্নির্বাচন দাবি করুক? দুটো কেন দাবি করছেন? এখন আর তারা প্রত্যাখ্যানের কথাও বলেন না, পুর্নর্নির্বাচনের কথাও বলেন না।’

‘বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে ভোটে অংশ নিয়েছে। নীল নকশা তো তারা সরকারকে বলেছে, আমরা বলতে চাই তারাই এই নির্বাচনকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করার জন্য যে নীল নকশা করেছিলো সেই নীল নকশা এ দেশের জনগণ ব্যর্থ করে দিয়েছে, ভণ্ডল করে দিয়েছে।’

বিএনপির এই বিক্ষোভে কর্মীরাও নামেন কি না-সেটি দেখার অপেক্ষায় কাদের। বলেন, ‘কারণ, কর্মীরা তো তাদের যার যার এলাকায় দেখেছে, কীভাবে নির্বাচন হয়েছে। আমি তাদের এই আন্দোলনের ডাক নির্বাচনে যেমন তাদের প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদের আন্দোলনকেও প্রত্যাখ্যান করবে।’

সোমবার ভোট হওয়া তিন মহানগরেই ‘ভোট ডাকাতির’ অভিযোগ আনে বিএনপি। এর মধ্যে বরিশালে দলের প্রার্থী মজিবর রহমান সরোয়ার ভোট বর্জন করে বেলা সাড়ে ১১টায়।

রাজশাহীতে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভোট দেননি কারচুপির অভিযোগ এনে। আর সিলেটে বিকালে ভোট শেষে ফলাফল আগাম প্রত্যাখ্যান করেন ধানের শীষের আরিফুল হক চৌধুরী।

তবে গণনা শেষে আরিফুল জয়ের দ্বারপ্রান্তে। ১৩৪টি কেন্দ্রের মধ্যে স্থগিত দুই কেন্দে ভোটের সংখ্যা দুই প্রার্থীর মধ্যে ব্যবধানের চেয়ে সামান্য বেশি হওয়ায় এই ভোটগ্রহণ শেষে বিজয়ী ঘোষণা করা হবে। তবে তাতে আরিফুলের জয় আটকাবে না, সেটাও নিশ্চিত হয়ে গেছে। আর ওবায়দুল কাদের তাকে অভিনন্দনও জানান।

‘সিলেট সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী পাস করেছে। আমরা তাকে অভিনন্দন জানাই। সেখানে আমাদের সাংগঠনিক দূর্বলতার কারণেই তাদের প্রার্থী জয়লাভ করেছে।’

সোমবার ভোট চলাকালে দুপুর একটার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া লিখিত অভিযোগে ভোট স্থগিতের দাবি জানিয়েছিলেন। কাদের বলেন, ‘আমরা জানতে চাই বিএনপি প্রার্থী কি সেখানে পুন:নির্বাচন চান?’

সিলেটে অল্প ভোটের ব্যবধানকে পরাজয় হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘না, সিলেটকে আমরা হার মনে করছি না, কারণ আমরা বিজয়ের দ্বারপ্রান্তে ছিলাম।’

বরিশালে বিএনপির প্রার্থী সরোয়ারের ভোট বর্জন নিয়েও কথা বলেন কাদের। বলেন, ‘নির্বাচনে নামে বিএনপি গত কয়েকদিন নাটক আর তামাশা, তামাশা আর নাটক করেছে। ইভিএম সেন্টারগুলোতে বিএনপি অধ্যুষিত এলাকায় নৌকার জয় এটাই প্রমাণ করেন সরোয়ার সাহেব পরাজয়ের ভয়ে এই নির্বাচন থেকে তিনি সরে পড়েছেন।’

‘বিএনপি কী করে ভোটের প্রত্যাশা করে?’

২০১৩ সালে পাঁচ সিটি নির্বাচনে বিএনপি জিতেছিল। এবার চারটির দখল ফিরে পেয়েছে আওয়ামী লীগ।

কাদের বলেন, ‘এর অর্থ সিটির ৫ ভাগের ৪ ভাগ জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন উন্নয়ন ও অর্জনের রাজনীতিতে গ্রহণ করেছে।’

বিএনপির নেতিবাচক রাজনীতি করে দাবি করে ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘জনগণ এই রাজনীতিকে বর্জন করেছে। জনগণের ওপর বিএনপির কোন আস্থা নেই। কাজেই তারা কী করে প্রত্যাশা করে জনগণ তাদের ভোট দেবে?’

কুমিল্লা ও সিলেট সিটি করপোরেশনে সাংগঠনিক দুর্বলতার কারণে পরাজয় এসেছে বলেও জানান কাদের। বলেন, ‘সিলেটে আমরা প্রায় জয়ের দ্বারপ্রান্তে ছিলাম। আমি বলেছিলাম ঐক্যবদ্ধ থাকলে আমাদের জয় নিশ্চিত। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অর্জন শহরগুলোর জনমনে প্রভাব ফেলেছে।’

‘জাতীয় নির্বাচনে সরকারের ক্ষমতা সীমিত থাকবে’

দলীয় সরকারের অধীনেই জাতীয় নির্বাচন, সেটি আবার তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দাবি করেন, সে সময় সরকারের পক্ষে ভোটে হস্তক্ষেপের সুযোগই থাকবে না।

‘সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। তখন সরকার কোনো মেজর পলিসি মেকিং ডিসিশনে অংশ নিতে পারবে না। রুটিন ওয়ার্ক করবে।’

‘সরকারের এখনকার যে ক্ষমতা সেই ক্ষমতা অনেক সংকুচিত হয়ে যাবে, সীমিত হয়ে যাবে। তখন নির্বাচন কমিশনই নির্বাচনের মূল দায়িত্ব, লেভেল প্লেইং ফিল্ড সহ সব কিছু নির্বাচন কমিশন।’

নির্বাচনে বিএনপিকে আনতে কোনো উদ্যোগ থাকবে না জানিয়ে কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে সেটা তাদের ব্যাপার।’

‘তবে আমাদের বিশ্বাস বিএনপি বর্জন করলেও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৩১জুলাই/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :