বিএফইউজের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ১৮:৩৪ | আপডেট: ৩১ জুলাই ২০১৮, ১৮:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গত ১৩ জুলাই বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে এই উপলক্ষে যৌথসভায় বিদায়ী ও নতুন কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার সংগ্রাম অব্যাহত রাখার কথা বলেন।

যৌথসভায় বিদায়ী সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ফুল ও সংগঠনের প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন নবনির্বাচিত সভাপতি মোল্লা জালালের হাতে। একইভাবে সদ্যবিদায়ী সহাসচিব ওমর ফারুক ও কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল ফুল ও কাগজপত্র তুলে দেন নবনির্বাচিত মহাসচিব শাবান মাহমুদ ও কোষাধ্যক্ষ দ্বীপ আজাদের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহসভাপতি সৈয়দ ইসতিয়াক রেজা, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ নব ও বিদায়ী কমিটির নেতারা।

এদিকে দায়িত্ব গ্রহণের পর বিএফইউজে’র নবনির্বাচিত কমিটি প্রথম সভা করে। এতে আগামীকাল ১ আগস্ট বুধবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/জেবি)