বৃহস্পতিবার আরটিভিতে শিমুর ‘চেহারা’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ১৪:০৫

দ্বিতীয়বারের মতো কোনও নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নাটকের নাম ‘চেহারা’। আহসান হাবিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ‘চেহারা’র নির্মাণসহ সকল কাজই শেষ। বৃহস্পতিবার রাত ৮টায় এটি বেসরকারি টেভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

‘চেহারা’ নাটকে সুমাইয়া শিমুর বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান। যেখানে সুমাইয়া শিমুর চরিত্রের নাম কাজল এবং রওনক হাসানের চরিত্রটির নাম মাসফি। অন্যদিকে আজরা নামের একটি চরিত্রে রয়েছেন অভিনেত্রী নাফিজা নাফা।

নাটকের গল্পে দেখা যাবে, মাসফিকে ভালোবাসে কাজল। তাদের বিয়েও ঠিক। কিন্তু তাদের সম্পর্কে বাধা হয়ে দাড়ায় আজরা। কেননা, কাজলের মতো সেও মাসফিকে ভালোবাসে। কিন্তু তার ভালোবাসাটা একতরফা। মাসফিকে পেতে তাই সার্জারি করে কাজলের চেহারা ধারণ করে আজরা।

কাজল খুব বিনয়ী মেয়ে। এই গুণটাই মুগ্ধ করে মাসফিকে। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু বাসর রাতে ঘটে বিপত্তি। কাজলের আচরণ পুরোই বিপরীতমুখী। কথা বার্তায় আগের মতো মিল নেই। মাসফি ও তার পরিবার পড়ে বেকায়দায়। তাদের ধারণা, এই মেয়েটি আসল কাজল নয়, কাজল রূপে অন্য কেউ। তাহলে আসল কাজল কে? সেটাই দেখা যাবে টিভির পর্দায়।

নাটকটিতে নিজের দ্বৈত চরিত্র সম্পর্কে কিছুদিন আগে শিমু জানিয়েছিলেন, ‘প্রথম যখন গল্পটা পড়ি বেশ ভালো লাগে। সচরাচর আমরা ভাই-বোনের ক্ষেত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করি। কিন্তু এটি একদমই আলাদা। নিজের চেহারা সার্জারির মাধ্যমে বদলে অন্যের চেহারা ধারণ করে অভিনয় করার বিষয়টি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে।’

‘চেহারা’ নাটকে সুমাইয়া শিমু, রওনক হাসান এবং নাফিজা নাফা ছাড়াও দেখা যাবে ড. ইনামুল হক, মীর শহীদ, সোহানা সীমা, রশেদা রাখী, নিথর মাহবুব, খালেদ সোহান ও রবিন প্রমুখকে।

এর আগে গত বছর ‘জয়তু’ নাটকে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল সুমাইয়া শিমুকে। একটি ছিল বীরাঙ্গণার চরিত্র এবং অন্যটিতে তাকে দেখা গিয়েছিল বীরাঙ্গণার মেয়ের ভূমিকায়। জহির করিমের রচনা এবং সীমান্ত সজলের পরিচালনায় ‘জয়তু’ নাটকেও শিমুর বিপরীতে ছিলেন রওনক হাসান।

ঢাকাটাইমস/১ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :