রংপুরে চার পুলিশ সদস্য চাকরিচ্যুত, ৩০ জনের সাজা

প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ১৫:২১ | আপডেট: ০১ আগস্ট ২০১৮, ১৫:২৮

ব্যুরো প্রধান, রংপুর
ফাইল ছবি

মাদক বিক্রি, মাদক সেবনসহ এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই সাথে আরও ৩০পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান।

রংপুরে পুলিশ সুপার হিসেবে যোগদানের ২ বছর পূর্তি উপলক্ষে বুধবার দুপুরে রংপুর পুলিশ কমিউনিটি হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মিজান বলেন, দেশে এবারই প্রথম আমরা পুলিশ কনস্টেবল নিয়োগে ড্রাগ টেস্ট করে নিয়োগ দিয়েছি। যাদের মধ্যে এর ন্যূনতম চিহ্ন পাওয়া গেছে তাদেরও নিয়োগ দেইনি। আশা করি এটি দ্রুত আইন হবে।

তিনি বলেন, তার যোগদানের পর থেকে ওয়ারেন্টভূক্ত ৫৭ হাজার ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক উদ্ধার করা হয়েছে ৬ কোটি ৬১ লাখ, ৪০ হাজার ৬৮৫ পিস, নারী নির্যাতন মামলা কমে দাঁড়িয়েছে ৫১৮টি। আর গত দুই বছরে ছিলো ১ হাজার ২৭৮টি।

পুলিশের বিশেষ অভিযোগে ১২ জন কুখ্যাত সন্ত্রাসী নিহত হয়েছেন। বিগত ২০ বছরের ৭৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। আট জঙ্গি গ্রেপ্তার, ৫০মাদক বিক্রেতাকে পুনর্বাসন, সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী শপথ বাক্য পাঠসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এজন্য তিনি নগরবাসীকে ধন্যবাদ জানান।

পুলিশ সুপার মিজান বলেন, পুলিশ জনগণের বন্ধু এই বাক্যটির বাস্তবায়ন, পুলিশের ব্যক্তিগত আচরণ, দায়িত্ববোধ এবং নৈতিকতা নিয়ে ওয়ার্কশপ করার ঘোষণা দেন তিনি।

(ঢাকাটাইমস/০১আগস্ট/প্রতিনিধি/ওআর)