বন্ধু দিবসে রঙ বাংলাদেশ

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ১৭:১৩

মানুষের জীবনে যত সম্পর্কই থাক না কেন? তা সে যতই রক্তের সম্পর্ক হোকনা কেন বন্ধু ছাড়া আসলেই মানুষ অচল। বন্ধু ছাড়া আর কেই বা বোঝে গভীরে, অত ভালো করে। এই সম্পর্ক সমস্ত কিছুর উধের্ব। তাই মাঝে মধ্যে এই সম্পর্কটা নবায়ন করার প্রয়োজন হয়, প্রয়োজন হয় উদযাপনের। সেটা না করলে যে কিছু হবে তা নয়। তবে করলে মন্দ হবে না তা হলফ করেই বলা যায়।

রঙ বাংলাদেশ বন্ধু দিবসকে সামনে রেখে সেই উদযাপনের উপাচার সাজিয়ে দিয়েছে আপনাদের জন্য। সামান্য আয়োজনে রয়েছে অসাধারণ আবেগ।

বন্ধু দিবসের সংগ্রহে রয়েছে টি-শার্ট, শার্ট,ফতুয়া, বাচ্চাদের পোশাক আর উপহার সামগ্রী হিসাবে আছে মগ, গহনা ও শোপিস।

টি-শার্ট ৩৫০-৫০০ টাকা,পলো শার্ট- ৬৫০-১২০০টাকা, শাটর্- ৬৫০-১৮০০ টাকা, ফতুয়া ৭৫০-১২৫০ টাকা, বাচ্চাদের পোশাক ৩০০-২০০০ টাকা,মগ ২৮০-৩৫০টাকা,শোপিস ২৫০-৯৫০ ,গহনা ১০০-৩০০০ টাকায় পাওয়া যাবে।

বন্ধু দিবসের সংগ্রহের পাশাপাশি রঙ বাংলাদেশ এর নিয়মিত সংগ্রহে আছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গল কামিজ, স্কার্ট-টপস, পাঞ্জাবি,ওড়না,আনস্টিচড।

শাড়ি: সুতি শাড়ী-৮৫০-৪,০০০টাকা , হাফ সিল্ক-২,২৫০-৮,৫০০টাকা , মসলিন- ১০,৫০০-২০,০০০ টাকা।

সালোয়ার-কামিজ ২০০০-৪৫০০ টাকা, কামিজ ৮৫০-৩০০০ টাকা, স্কার্ট-টপস ১২০০-২৫০০ টাকা, পাঞ্জাবি ৮৫০-৪০০০ টাকা, টি-শার্ট ৩৫০-৫০০ টাকা,পলোশার্ট- ৬৫০-১২০০টাকা, শাটর্- ৬৫০-১৮০০ টাকা, ফতুয়া ৭৫০-১২৫০ টাকা, বাচ্চাদের পোশাক ৩০০-২০০০ টাকা আর আনস্টিচড ১৫০০-৪০০০টাকায় পাওয়া যাবে।

আর এই উপহার আপনাকে শপে গিয়েই কিনতে হবে এমন নয়। কিনতে পারেন ঘরে বসেই, অনলাইনে। আর তা পৌঁছে যাবে আপনার হাতেই। তাতে বাঁচবে সময়, পোহাতে হবে না ঝক্কি। তাই বন্ধুর জন্য আজই কিনে ফেলতে পারেন উপহার। এছাড়া আছে রঙ বাংলাদেশ-এর অনলাইন শপিংয়ে রয়েছে ক্যাশ অন ডেলিভারির বিশেষ সুবিধা। আর উৎসব কেবল নিজের জন্য নয়, আমরা ভাগাভাগি করে নিতে চাই অন্যের সঙ্গেও। এজন্য প্রিয়জনকে উপহার দিতে রঙ বাংলাদেশ এনেছে গিফট ভাউচার। আপনি যাকে দিতে চান,তিনি কিনে নিতে পারবেন নিজের পছন্দ মতো।

(ঢাকাটাইমস/১আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

বারবার ফোটানো চা খেলেই মারাত্মক বিপদ! বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :