ব‌রিশালে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্যু‌রো প্রধান, ব‌রিশাল
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ১৭:৫০

রাজধানীর বিমান বন্দর সড়‌কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহ‌তের ঘটনায় ব‌রিশা‌লে সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করছে শিক্ষার্থীরা। পাশাপা‌শি দুর্ঘটনায় জড়িত‌দের বিচা‌রের দাবি‌তে আন্দোলনরত শিক্ষার্থী‌দের উপর পু‌লিশের হামলার প্রতিবাদ জা‌নিয়েছে তারা। এছাড়া তা‌দের দাবি না মানা পর্যন্ত ‌বিক্ষোভ অব্যহত থাকবে বলে জা‌নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার বেলা সা‌ড়ে ১২টা থেকে ঢাকা- বরিশাল মহাসড়কের নগরীর চৌমাথা এলাকায় এই অবরোধ সৃ‌ষ্টি করে তারা। সড়ক অবরো‌ধের ফ‌লে এই সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

আন্দোলনরত সরকা‌রি ব‌রিশাল ম‌হিলা কলে‌জের ছাত্রী মুন্নী সরকার জানান, ফিটনেসবিহীন গা‌ড়ি শুধু ঢাকায় নয়, পুরো বাংলা‌দেশজুড়েই। এতে প্র‌তি‌নিয়ত প্রাণহা‌নি হচ্ছে।

অমৃত লাল দে মহা‌বিদ্যাল‌য়ের ছাত্র ফাহিম আল সুমন জানান, আমাদের দাবি মে‌নে নেয়া হলে সড়ক ছেড়ে দেব।

ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানা পু‌লিশের ওসি নুরুল ইসলামকে কল করা হলে তিনি তা রি‌সিভ ক‌রেন‌নি।

তবে থানা পু‌লিশ জা‌নিয়ে‌ছে, প‌রি‌স্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থ‌লে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়ন করা র‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/১আগস্ট/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :