নেত্রকোণায় শিক্ষার্থীদের মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ১৯:১৭

ঢাকায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নিরাপদ সড়ক চেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বুধবার শহরের মোক্তারপাড়া এলাকায় পৌর ভবনের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভও করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী আব্দুস সামি নিকো, মীর ছোটন, জাকারিয়া খান রিজন, রাকিবুল ইসলামসহ অন্যরা।

মানববন্ধন থেকে ঢাকায় শিক্ষার্থী নিহতদের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিরাপদ সড়ক গঠনের আহবান জানানো হয়।

নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, সকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। তাদেরকে বুঝিয়েছি। সরকার ঢাকায় শিক্ষার্থী নিহতের ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে। আমরাও স্থানীয়ভাবে নিরাপদ সড়ক গঠনে যা যা করণীয় সবই করব। শিক্ষার্থীরাও আমাদের আশ্বাস মেনে শান্তভাবে কর্মসূচি পালন করেছে।

(ঢাকাটাইমস/১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :