ফ্রান্সে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৮, ২০:৩২

প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব ফ্রান্সের উদ্যোগে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার প্যারিসের গার দো নর্দের পারিজিয়ান হোটেলের হল রুমে প্রথমে ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের উপদেষ্টা শহীদ চৌধুরী।

ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিনের সভাপতিত্বে ও শাহজান মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইয়থ ক্লাবের সভাপতি শরীফ আল মোমিন, সাধারণ সম্পাদক টি.এম রেজা, মুক্তিযোদ্ধা আব্দুর নুর শিকদার, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সদস্য সচিব মোহা. আব্দুল মালেক হিমু, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ।

এছাড়া দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের উপদেষ্টা সুনাম উদ্দিন খালেক।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচাজ শুভ, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সে সভাপতি হেনু মিয়া, ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বাংলাদেশ ইয়থ ক্লাবের ক্রীড়া সম্পাদক এম এম রুমেল, আব্দুল আহাদ, সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব ফ্রান্সের প্রচার সদ্পাদক সামছু মিয়া, বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের সাধারণ সম্পাদক ওয়হিদ টিপুসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১আগস্ট/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :