চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৮, ১১:৩০

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গার পাঁচটি রুটে সকল ধরনের যাত্রীবাহী বাস বন্ধ রাখা হয়েছে।

হঠাৎ করে এ ধর্মঘটের ডাক দেয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে যানচলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।

চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক এম জেনারেল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেস বাস পটুয়াখালী যাওয়ার পথে প্রায়ই ঝিনাইদহে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের বাধার মুখে পড়ে।

স্বাভাবিকভাবে যানবাহন চলাচল না করতে দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এ বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত তারা এ লাগাতার ধর্মঘট চালিয়ে যাবেন।

(ঢাকাটাইমস/০২আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :