ফরিদপুরে গাড়ির ফিটনেস-লাইসেন্স না থাকায় জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৮, ২০:৩৯

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৭টি মামলায় জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার বিকালে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর সদরের এসি ল্যান্ড মো. পারভেজ মল্লিক। এসময় আদালতকে সহায়তা করেন র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল এবং বিআরটিএর কর্মকর্তারা।

আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম পারভেজ মল্লিক জানান, জেলা প্রশাসনের নিয়মিত কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, এসময় বাস, ট্রাকসহ ছোট বড় মিলিয়ে ২৭ যানবাহনের ফিটনেস এবং গাড়ি ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ২৭টি মামলার বিপরীতে ৩০ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র‌্যাবের এএসপি আব্দুল আওয়াল, বিআরটিএ সহকারী পরিচালক আতিকুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :