নেত্রকোণায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

প্রকাশ | ০২ আগস্ট ২০১৮, ২১:০৩

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণার আটপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জালাল উদ্দিন সরকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে  আদালতে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ২৭ নভেম্বর রাতে স্ত্রী রোমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী জালাল উদ্দিন। পরে নিহত রোমার বড় ভাই সুলতান উদ্দিন বাদী হয়ে জালালকে একমাত্র আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেয়।

(ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/এলএ)