চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৮, ০৯:৩৫

চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহন ঝিনাইদহে বাধার মুখে পড়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট অব্যাহত আছে। শুক্রবার সকালে আন্তঃজেলা বাস টার্মিনালসহ শহরের বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে কোথাও কোন বাস ছেড়ে যায়নি। বাস কাউন্টারগুলোও রয়েছে তালাবদ্ধ অবস্থায়।

ধর্মঘটের কারণে দূরপাল্লাসহ অভন্ত্যরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতা রিপন মন্ডল জানান, সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বিভিন্ন কোচ ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতাকর্মীরা স্বাভাবিক চলাচলে বাধা প্রদান করে আসছে। এরই প্রতিবাদে তাদের এ আন্দোলন। দ্রুত বিষয়টির সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তিনি।

ঢাকাটাইমস/৩আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :