ঢাবির পাঠ্যসূচিতে কলকাতার ছবি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৪:০৪ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৮, ১১:০৮

কিছুদিন আগে মুক্তি পায় কলকাতার পরিচালক অনিন্দ্য বন্দোপাধ্যায়ের ছবি ‘ওয়াচমেকার’। তারপর বিভিন্ন ফিল্ম ইন্সটিটিউটে ছবি স্ক্রিনিংয়ের প্রস্তাব দেন অনিন্দ্য। ইতিমধ্যেই ইতালির ওনিরজ ফিল্ম ফেস্টিভেল-এ বেস্ট এক্সপেরিমেন্টাল ছবির পুরস্কার পেয়েছে ‘ওয়াচমেকার’। গোরকি সদন, শ্রীলঙ্কা ফিল্ম অ্যাকাডেমি, রামকৃষ্ণ মিশন ও দিল্লির হ্যাবিটাট চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে এ ছবি। গত ২০ জুলাই দেখানো হয় কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটে।

সেই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়েও স্ক্রিনিং হয় কলকাতার পরিচালক অনিন্দ্যর ছবি ‘ওয়াচমেকার’-এর। তারপরই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সিদ্ধান্ত নেয়া হয়, এই ছবি জার্নালিজম ও ফিল্ম স্টাডিজ-এর পাঠ্যে সংযুক্ত হবে।

পরিচালক অনিন্দ্য জানান, ‘পরের সেমিস্টার থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে চলে আসবে ‘ওয়াচমেকার’। বর্তমানে তৈরি হচ্ছে কাগজপত্র। সঙ্গে সেন্সর এবং ওয়াটারমার্ক করারও প্রস্তাব চলছে। টেক্সট-এ ওয়াটারমার্ক করে লেখা হচ্ছে, ‘ফর এডুকেশন পারপাস অনলি’। না হলে পাইরেসির ভয় থেকে যায়।’

পরিচালক আরও জানান, ‘আমি বিভিন্ন ফিল্ম ইন্সটিটিউটগুলোতে ‘ওয়াচমেকার’ দেখানোর ব্যবস্থা করছিলাম। তবে আমার বিশেষ নজর ছিল এশিয়ার দেশগুলোর দিকে। সেই মতো বাংলাদেশে ছবিটি দেখানোর সুযোগ পাই। ছবি দেখার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, ছবিটি তারা তাদের পাঠ্যে সংযুক্ত করবেন।’

ছবির দর্শন, সিনেমাটোগ্রাফি এবং অভিনয় নিয়ে কথা বলার জন্য গেস্ট লেকচারার হিসেবে অনিন্দ্যর বাংলাদেশে আসার কথা রয়েছে। তিনি বলেন, ‘আমি চাই, নিজের মতো করে সবাই ছবিটি বুঝুন। কোনো গতে বাঁধা চিন্তাভাবনা চাপিয়ে দেয়ার পক্ষপাতী আমি নই। ছবি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতে আমি প্রস্তুত। সঙ্গে এটাও চাই, মানুষ তার পারসেপশন অনুযায়ী বিষয়টা বুঝে নিক।’

অনিন্দ্যর ‘ওয়াচমেকার’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে সংযুক্ত হওয়ার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ফিল্ম ইন্সটিটিউটেও দেখানো হবে বলে জানান পরিচালক। সব মিলিয়ে খুব খুশি ও ব্যস্ত তিনি। শুধু একটাই দুঃখ, নিজের শহরেই তেমনভাবে প্রশংসিত হয়নি অনিন্দ্যর অ্যান্টিলজিক ছবি ‘ওয়াচমেকার’।

ঢাকাটাইমস/৩ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :